Training and Skill Development
"জেরন ট্রেনিং একাডেমি " হলো জেরন বিডি লিঃ: এর একটা অঙ্গ প্রতিষ্ঠান। আমরা বর্তমান আধুনিক শিল্পকারখানার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে দক্ষ মানব শক্তি গঠনে পিএলসি অটোমেশন ,মাইক্রোকন্ট্রোলার এমবেডেড সিস্টেম,রোবটিক্স এর মত অতি গুরুত্বপূর্ণ ট্রেনিং কোর্স গুলো চালু করেছি। যেসব কোর্স গুলো আধুনিক ল্যাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ বান্ধব পরিবেশে পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো নতুন কিছু উদ্ভাবনের মাধ্যমে যুগান্তকারী প্রকল্পের ধারণাগুলো বিকাশ করা। সমস্ত ক্লায়েন্টদের সর্বোত্তম মানের সেবা এবং তাদের মাইক্রোকন্ট্রোলার, পিএলসি এবং অটোমেশন প্রশিক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয়তার জন্য একটি চমৎকার পরিষেবা প্রদান করার সাথে সাথে সম্পূর্ণ গ্রাহক সুবিধা নিশ্চিত করা।
www.training.zeronebd.com